নিউজ ডেস্ক | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | পড়া হয়েছে 332 বার
মালয়েশিয়ার মহিলা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ‘পরিবার ও গৃহস্থালির সুখ’ নিয়ে একের পর এক নারী বিদ্বেষী পোস্টার প্রকাশ করায় দেশটির নারীরা ক্ষেপে গেছে।
করোনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের সময় স্বামীদের জ্বালাতন না করতে নারীদের পরামর্শ দিয়েছে মালয়েশিয়া সরকার। একইসঙ্গে বাড়িতে কাজ করার সময় সুন্দর পোশাক ও মেকআপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় এ পর্যন্ত দুই হাজার ৭০০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণ প্রতিরোধে দেশটির সরকার তিন লাখ ২০ হাজার নাগরিককে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে।
মালয়েশিয়ার নারী মন্ত্রণালয় সম্প্রতি তাদের ফেসবুক পেজে লকডাউনের সময় গৃহিনীদের আচরণ কেমন হওয়া উচিৎ সেই পরামর্শ দিয়েছে। এই পরামর্শের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু ছবি।
একটি ছবিতে দেখা গেছে, এক দম্পতি দড়িতে কাপড় শুকাতে দিচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘স্বামীদের জ্বালাতন করবেন না।’
আরেকটি পোস্টে নারীদের বাসায় কাজ করার সময় সাধারণ পোশাকের পরিবর্তে সুন্দর পোশাক পরিধান ও মেকআপ ব্যববহারের পরামর্শ দেওয়া হয়েছে।
অবশ্য ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার মন্ত্রণালয় বেশ কয়েকটি পোস্ট ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা অবশ্যই চাপ প্রয়োগের মতো ব্যাপার। কোভিড-১৯ প্রতিরোধের সঙ্গে পোশাক আর বাড়িতে মেকআপের সম্পর্ক কী?
আরেকজন লিখেছেন, ‘এটা ২০২০ সাল, দয়া করে উন্নতি করুন। নারীদের আরও গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিন।’
Visits since 2018
Your IP: 44.192.94.86
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |