নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | পড়া হয়েছে 471 বার
মহামারী করোনা মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে ফিরে গেছেন ঢাকার অস্থায়ী বাসিন্দারা।
যারা ঢাকা ছেড়ে বাড়ি ফিরে গেছেন তাদের প্রত্যেকের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘হোম কোয়ারেন্টাইন থাকা যারা ঢাকার বাইরে গেছেন তাদের কাছ থেকে ভ্রমণের সময় অন্যদের সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে।’
ফ্লোরা বলেন, ‘অনুরোধ করবো যারা ঢাকার বাইরে গেছেন তারা বিদেশফেরতদের মতোই ঘরে থাকুন। যাতে আপনাদের মাধ্যমে কোনো সংক্রমণ না ছড়িয়ে পড়ে।’
আইইডিসিআর পরিচালক জানাপন, দেশে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন, এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।
Visits since 2018
Your IP: 44.192.94.86
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |