মো. নেয়ামত উল্লাহ: | শনিবার, ০৩ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 1194 বার
যে কোন কাজে সফল হতে হলে আমি প্রত্যয়ী,আমি পারি, আমি পারব, আমাকে পারতে হবে, নিজের প্রতি এমন দৃঢ় বিশ্বাস ও সদিচ্ছা ইচ্ছা থাকলে তবেই জীবনে সফল হওয়া সম্ভব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই গুণগুলো যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সফল হবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জাতীয় যুব দিবস-২০১৮ উদযাপনকালে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউ.এন.ও মোহাম্মদ মাসুম উপস্থিত যুব আত্মকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জাতীয় যুব দিবস-২০১৮ পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শংকর কর্মকার ও শাহাদাত হোসেন, সেভ দ্যা সিস্টার্স এর উপদেষ্টা ও নবীনগর প্রেস ক্লাবের সধারণ সম্পাদক আসাদোজ্জামান কল্লোল, নীড নবীনগরের নির্বাহী পরিচালক বারেক আব্দুল্লাহ রতন, আশরাফ কোয়েল ফার্ম এর পরিচালক আশরাফুল আলম সোহাগ, সেভ দ্যা সিস্টার্স এর উপদেষ্টা ফজলে রাব্বী সহ আরো অনেকে। এসময় ১৮জন উদ্দ্যোক্তার মাঝে ১০ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়। পরে স্বপ্ন তরুণ ও তিতাস যুব উন্নয়ন সংস্থাকে যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকাভুক্তকরণ সনদ প্রদান করা হয়।
Visits since 2018
Your IP: 44.192.94.86
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |