মো. নেয়ামত উল্লাহ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 461 বার
শিশু বয়স থেকেই সুষ্ঠ গণতন্ত্র চর্চাসহ শিক্ষার্থী ঝরে পড়ারা হার কমাতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সারা দেশে এক যুগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা অন্যের মতামতকে শ্রদ্ধা করা, সহমর্মিতাসহ নিয়মানুবর্তিতাও শিখছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। নবীনগরে মোট ৩৮টি মাধ্যমিক স্কুল এবং ১০টি দাখিল মাদ্রাসায় শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পছন্দের প্রার্থীদের ভোট দিতে লাইনে দাঁড়ায় শিক্ষার্থীরা। খাবার পানি সংগ্রহ, আসন বিন্যাস, স্বাস্থ্য উন্নয়নসহ মোট ৮টি খাতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, নবীনগর হযরত আমেনা পৌর দাখিল মাদ্রাসা, লাপাং উচ্চ বিদ্যালয় এবং সাতগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ও ভোটারদের সাথে মতবিনিময় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করেন।
Visits since 2018
Your IP: 44.192.94.86
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |