স্টাফ রিপোর্টার | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 147 বার
শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অশিক্ষিত ব্যক্তিমাত্রই সমাজের জন্য বোঝাস্বরূপ। শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি কল্পনাও করা যায় না। একটি জাতিকে উন্নতির ক্রমবর্ধমান পথে ধাবিত হতে গেলে ও চূড়ায় পৌঁছাতে হলে শিক্ষা ছাড়া অন্য গত্যন্তর নেই। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থীদের মাঝে বিণামূল্যে আইডি কার্ড বিতরণ করেছে নেয়ামত এন্টারপ্রাইজ লিমিটেড নামক একটি আই.টি সেবা প্রদানকারি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নেয়ামত এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. নেয়ামত উল্লাহ, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার টিম লিডার মো. তৈয়ুবুর রহমান জুনিয়র, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য মো. মনির হোসেন, মো. মোখলেছুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এসময় নেয়ামত এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. নেয়ামত উল্লাহ জানান, শিক্ষার আলোয় আলোকিত বাংলাদেশ গড়ার দৃঢ় লক্ষে আমাদের এই ক্ষুদে প্রয়াস, এছাড়াও আমার প্রতিষ্ঠান নামে মাত্র মূল্যে অত্র বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত সেবা প্রদান করে আসছে এবং অচিরেই বাংলাদেশ একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর দেশে পরিণত হবে বলে আমরা আশাবাদী।