নিউজ ডেস্ক | বুধবার, ০৮ এপ্রিল ২০২০ | পড়া হয়েছে 263 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রায়হান (২০) নামে এক যুবক মারা গেছে। জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে ওই যুবক আজ বুধবার দুপুর ২টার দিকে চিকিৎসা নিতে আসে। কিন্তু ভর্তি হওয়ার আগেই তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু গাড়িতে তোলার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সমসময় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রায়হান পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। এদিকে এ সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালসহ সর্বত্র করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মোশরাত ফারখান্দা জেবিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকটি করোনায় আক্রান্ত ছিলো কি না আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তবে করোনার যাবতীয় উপসর্গই তার মাঝে দেখেছি। কিন্তু পরীক্ষা না করে এখনই কিছু বলা যাবে না। তাই তার সব কিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
Visits since 2018
Your IP: 44.192.94.86
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |