নিউজ ডেস্ক | সোমবার, ২৩ মার্চ ২০২০ | পড়া হয়েছে 334 বার
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটিতে রোববার পর্যন্ত ৫৯ হাজার ১৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন পাঁচ হাজার ৪৭৬ জন। প্রতিদিন ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বৃদ্ধদের কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখার যন্ত্র না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে এক ইসরায়েলি চিকিৎসক জানিয়েছেন।
ইতালির পারমাতে কর্মরত ইসরায়েলি চিকিৎসক গাই পেলেগ চ্যানেল-১২ কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, হাসপাতালে তিনি শুনতে পেয়েছেন, কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখার যন্ত্র কম থাকায় সব রোগীকে এটি সরবরাহ করা মুশকিল হয়ে পড়ছে। এ কারণে যাদের বয়স ৬০ এর বেশি তাদেরকে এই যন্ত্র সরবরাহ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করে গুরুতর অসুস্থদের সঙ্গে তাদের স্বজনদের শেষ সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে।
অন্যান্য সংবাদমাধ্যমের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইতালিতে মৃতের সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে স্বজনরা তাদের প্রিয়জনের শেষকৃত্য যথাযথ সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।
Visits since 2018
Your IP: 44.192.94.86
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |