নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | পড়া হয়েছে 333 বার
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার সরকার। এই আগ্রহের মধ্যদিয়ে কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো কাতারের শ্রমবাজার। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
কাতারের দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে শ্রমবাজার খোলার এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ঐ বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকবে, কেননা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে।
এর আগে শ্রমবাজার নিয়ে আলোচনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার সফরে যান। তারা সেখানে ২ ফেব্রুয়ারি শ্রমবাজার খোলা নিয়ে কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর দুইদিন পর ৪ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধি দলের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফলপ্রসূ আলাপ হয়েছে বলে কাতারের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।
Visits since 2018
Your IP: 44.192.94.86
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |